বিনোদন ডেস্ক :
বর্তমান সময়ে বলিউডে রাজ করা নায়কদের মধ্যে নিঃসন্দেহে একজন হলেন রণবীর সিং। বি-টাউনে যাত্রা শুরুর পর থেকেই বিশ্বের হিন্দি ভাষার সিনেমাপ্রেমী মানুষের কাছে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। কিন্তু সম্প্রতি একটি সাহসী ফটোশুটকে কেন্দ্র করে তার সব কাজকে ছাপিয়ে এখন টক অব দ্য টাউন এই নায়ক।
বলিউডের ‘বাজিরাও’ যদিও বেশ জনপ্রিয় তার ভিন্নধর্মী ফ্যাশনের জন্য। তবে ফ্যাশন দিয়ে তার পরিচিতির আগেই ,’ব্যান্ড বাজা বারাত’ সিনেমাতে নিজের সহজ সাবলীল অভিনয় দিয়ে জয় করেছিলেন সবার মন। এরপর তো আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে আর সেই ইতিহাস মোটামুটি সবারই জানা।তবে শেষ কয়েকদিন ধরে নগ্ন ফোটোগ্রাফির জন্য ছিলেন বেশ বিতর্কেই। যদিও সেই বিতর্ক এক চুলও নড়াতে পারেনি এই তারকাকে। বরং নতুন খবর শোয়ান যাচ্ছে, হলিউডে পাড়ি দিতে চলেছেন রণবীর। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এই খবর ছড়য়ে পড়েছে। হলিউডের প্রথম সারির এক পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং। তাকে দ্রুতই হলিউডের এক ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। রণবীরের জন্য এটা একটা বড় সুযোগ। বিগ বাজেট অ্যাকশনধর্মী সিরিজের জন্য প্রস্তাব গিয়েছে তার কাছে। হলিউডের অ্যাকশন সুপারস্টার হিসেবে রণবীরকে দেখা যাওয়ার একটা বড় প্রোজেক্ট সামনে আসতে চলেছে।
তবে এটা কোনো বড় চমক নয় যে, প্রথমবার হলিউডের বিনোদন জগৎ থেকে ভারতীয় কোনো তারকার সঙ্গে কাজ হতে চলেছে। এর আগেও বহু ভারতীয় হলিউডে কাজ করেছেন। সম্প্রতি তামিল সুপারস্টার ধানুষ, এমনকি বলিউড অভিনেত্রী আলিয়াও উড়াল দিয়েছেন হলিউডে। রণবীর বর্তমানে রোহিত শেট্টির ‘সার্কাস’, করণ জোহরের ‘রকি ওর রানি কি প্রেম কাহানি’ এবং বেশকিছু ছবির কাজ করছেন। তিনি সামনেই আরও বেশ কয়েকটি প্রজেক্টের ঘোষণা করবেন। আর রণবীরের হলিউড প্রজেক্ট দেখতে সকলেই উন্মুখ হয়ে রয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply