আন্তর্জাতিক ডেস্ক :
ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির মান ধারাবাহিকভাবে কমছে। বুধবার (২৭ জুলাই) পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার ২৩৭ রুপিতে বিক্রি হয়েছে।
পাকিস্তানের ফরেক্স অ্যাসোসিয়েশন (এফএপি) অনুসারে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় রুপির মান এক লাফে ৪ রুপি কমে যায়। এর আগের দিন ১ ডলার বিক্রি হয়েছে ২৩২ দশমিক ৯৩ রুপিতে।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য বলছে, আন্তঃব্যাংকে ১ দশমিক ৩১ শতাংশ অবমূল্যায়ন হয়ে রুপির মান ২৩৬ দশমিক শূন্য ২ শতাংশে দাঁড়িয়েছে।
এফএপির চেয়ারম্যান মালিক বোস্তান বলেন, ডলারের প্রবাহ বাড়ানো দরকার। কারণ, এটি রুপিকে স্থিতিশীল করবে। যেসব রফতানিকারক যথাসময়ে তাদের আয় দেশে ফিরিয়ে আনছেন না, কেন্দ্রীয় ব্যাংকের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
এছাড়া আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানি রুপি ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে বৈদেশিক লেনদেনে ২ বিলিয়ন ডলার সাশ্রয় করা যাবে।
ট্রেসমার্কের হেড অব স্ট্র্যাটেজি কমল মনসুর বলেন, যতদিন ডলারের ঘাটতি থাকবে, ততদিন রুপির ওপর চাপ থাকবে। এক্সচেঞ্জ কোম্পানিগুলো তাদের ইনভেন্টরি অফলোড করছে এবং কিছু ঘাটতি পূরণ করতে ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। কিন্তু চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি।
Leave a Reply