1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

নিউইয়র্কে চট্রগ্রাম কমার্শিয়াল কলেজের প্রতিষ্ঠাতা কবির চৌধুরীর মৃত্যুতে হিউম্যান রাইটস’র শোক

এটিভি নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৫৭১ Time View

নিউইয়র্কে চট্রগ্রাম সিটি কমার্শিয়াল কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রে প্রবীন বাংলাদেশী শিক্ষানুরাগী আলহাজ্ব কবির চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি,  বাংলাদেশী আমেকান সোসাইটি, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটিসহ দেশ ও প্রবাসের বিভিন্ন সংগঠন।

মরহুম কবির চৌধুরী ৯ জানুয়ারী রবিবার নিউইয়র্কের জ্যামাইকা কুইন্স হসপিটালে ইন্তেকলে করেন ( ইন্নালিল্লাহে…রাজেউন)। সোমবার জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  জানাজায় সবার কাছে দোয়া চান মরহুমের ছোট ছেলে জ্যামাইকা হিলসাইড একাউটিং এর মালিক আয়কর উপদেষ্টা মোহাম্মদ শফি চৌধুরী।

মংগলবার নিউইয়র্কের লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়ালে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের  স্ত্রীর কববেরর পাশে সমাহিত করা হয়। মৃত্যকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও বহু স্বজন রেখে গেছেন। চট্রগ্রামের উত্তর নালা পাড়া চৌধুরী ম্যানশন ও ও করিম ব্রাদার্সের স্বত্তাধিকারী এবং চট্রগ্রাম সিটি কমার্শিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কবির চৌধুরীর বড় ছেলে ডক্টর রেজা চৌধুরী যুক্তরাষ্ট্র গ্রীন হার্ট মেডিকেল ইউনিভার্সিটির সাবেক চ্যান্সেলর, মেঝো ছেলে শফিউল আজম চৌধুরী নিউইয়র্কে আয়কর উপদেষ্টা, সেজো সন্তান সেলিম চৌধুরী, জ্যামাইকা হাসপাতালের Lead Respiratory Therapist ও ছোট সন্তান Framingham State University Police এর ম্যানেজার কাসেম চৌধুরী এবং একমাত্র কন্যা সুলতানা রিজিয়া চৌধুরী (বেবী)।মরহুমের এক সন্তান মোহাম্মদ হাশেম চৌধুরী ৩০ বছর আগে নিখোঁজ হন,যার এখনও কোন হদীস মিলেনী। মরহুম কবির সাহেব বিশিষ্ট মানবধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহসানের ফুফা। আহম্মদ কবির চৌধুরীর মৃত্যুতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান, পরিচালক (অর্গানাইজেশন) গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, মরহুম একজন নিবেদিত প্রাণ মানব সেবক ছিলেন। তিনি ৮০-৯০ দশকের সময় শিক্ষিত বেকার যুবক ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুবিধার্থে হাতেকলমে টাইপ প্রশিক্ষণের জন্যে নিজ এলাকায় সিটি কমার্শিয়াল কলেজ প্রতিষ্ঠা করেন।তিনি একজন নিবেদিত প্রাণ পরোপকারী মানব সেবক ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech