1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

বাস ও মোটরসাইকেলের সাপ্তাহিক জ্বালানি নির্ধারণ করল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : 
জ্বালানি সংকট মোকাবিলায় সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বিভিন্ন ধরনের যানবাহন নির্দিষ্ট পরিমাণে পেট্রোল ও ডিজেল কিনতে পারবে। এর বেশি দেওয়া হবে না। আজ মঙ্গলবার থেকে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়কমন্ত্রী কাঞ্চনা বিজেসেকারা। শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর’র ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে একটি বাস ৪০ লিটার পেট্রোল বা ডিজেল নিতে পারবে। আর মোটরসাইকেল পাবে ৪ লিটার, তিন চাকার গাড়ি ৫ লিটার, ভ্যান ২০ লিটার, প্রাইভেটকার ২০ লিটার, অন্য ছোট গাড়ি ১৫ লিটার ও লরি পাবে ৫০ লিটার।

তবে আগামী ১ আগস্ট থেকে গাড়ির নম্বর প্লেট অনুযায়ী তৈরি বিশেষ কিউআর কোড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করছে শ্রীলঙ্কা। জ্বালানি নিতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে।

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় জ্বালানি নিয়ে অনেকটা হাহাকার পড়ে গেছে। বৈদেশিক মুদ্রা সংকটে আমদানিও করতে পারছে না দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech