আন্তর্জাতিক ডেস্ক :
আবারও ২৫ পয়সা বাড়ানো হয়েছে মার্কিন ডলারের দাম। ফলে প্রতি ডলারের দাম ৯৪ টাকা ৭০ পয়সা হয়েছে। আগে তা ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।
নতুন দামে রিজার্ভ থেকে আজ সোমবার ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত তিন মাসের ব্যবধানে ১৫ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। এই সময়ে টাকার মান কমেছে ৮ টাকা।
Leave a Reply