বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তির পর থেকেই অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাকে ঘিরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। আর সিনেমাটিকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না।
শুরু থেকেই অনন্ত জলিলের দাবি ‘দিন: দ্য ডে’ আন্তর্জাতিক মানের সিনেমা। সম্প্রতি অনন্ত জলিলের এ কথায় আপত্তি জানিয়েছিলেন চিত্রনায়িকা অঞ্জনা।
সামাজিক যোগাযোগমাধমে অনন্তের আন্তর্জাতিক সিনেমার প্রসঙ্গে মতবিরোধ করেছিলেন এই অভিনেত্রী। অনন্ত জলিল বাড়াবাড়ি করছেন উল্লেখ করে অঞ্জনা লিখেছিলেন, ৩০ বছর আগেও অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্র তিনি করেছেন। যেখানে তুরস্ক, ইরাক, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হংকংসহ পাকিস্তানের উর্দু, পাঞ্জাবি ভাষার ব্যবসাসফল বহু চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছেন।
এর আগে অনন্তের একই বিষয় নিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক ডিপজলও আপত্তি জানিয়েছিলেন। এবার এ বিষয়ে ইঙ্গিত দিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন: ‘আমাদের চলচ্চিত্রের অনেক অতীত ঐতিহ্য আছে, ঠিক তেমনি নতুনরাও এগিয়ে আসছেন, বিরোধ মিটিয়ে চলুন সবাই সবার পাশে দাঁড়াই, অনুরোধ সবার জন্য।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply