সত্যিই কী অস্ট্রেলিয়ার মডেলে মজেছেন নেইমার?

বিনোদন ডেস্ক : 
মাঠের খেলায় যেমন নেইমার জুনিয়র আলোচিত নাম, প্রেমের বাজারেও তেমন। ক্যারোলিন দান্তেস, ব্রুনা মারকুইজিন, গ্যাব্রিয়েলা লেনজি, নাতালিয়া বারুলিচ, এমিলিয়া মার্নেস, চিয়ারা নাসতি, ব্রুনা বিয়ানকার্দি; নেইমারের প্রেমিকার তালিকায় কতো নামের আনাগোনা। শোনা যাচ্ছে বর্তমানে তিনি বিয়ানকার্দির সাথেই আছেন।

তবে এবার নতুন হাওয়া দিয়েছেন দিয়ারিও এএসের সাংবাদিক আদ্রিয়ান কর্দোবা। তার দাবি, বর্তমান প্রেমিকা বিয়ানকার্দিকে ধোঁকা দিয়ে আরেক মডেলের পিছু নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।

অস্ট্রেলিয়ার সেই মডেলের নাম অলিভিয়া কেলি। কর্দোবার দাবি অনুযায়ী, এরমধ্যেই কেলিকে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছেন নেইমার। কেলি সেগুলো আবার প্রকাশও করেছেন। প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে পিএসজির সাথে জাপানে আছেন নেইমার। সেই জাপানে বসেই নাকি কেলির সঙ্গে প্যারিসে সময় কাটানোর পরিকল্পনা করে ফেলেছেন তিনি। কেলি তেমন দাবিই করেছেন।

 

কর্দোবা আরও জানিয়েছেন, আগস্টে কেলিকে প্যারিসে আসার আমন্ত্রণ জানিয়েছেন নেইমার। সেই কেলি যতদিন প্যারিসে থাকবেন, সব খরচ নেইমার বহন করবেন বলেও প্রস্তাব দিয়েছেন এই ব্রাজিলিয়ান।

যদিও এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বিবৃতি পাওয়া যায়নি। সবকিছু আটকে আছে কেলির দাবিতে।

২৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মডেল ফিটনেস নিয়ে কাজ করেন। ওকেফিট নামে এ–সংক্রান্ত একটা অ্যাকাউন্টও আছে তাঁর। যেখানে বিভিন্ন ব্যায়ামবিষয়ক ভিডিও পোস্ট করেন তিনি। ইনস্টাগ্রামে ২৬ হাজারেরও বেশি অনুসারী আছে তার।

বারবার প্রেমে ডুবলেও এখনো বিয়ের গাঁটছড়া বাঁধেননি নেইমার। সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তেসের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলাকালে তাঁর সন্তান ডেভি লুকা জন্ম নেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *