আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার অবমাননাকারী বা বৈশ্বিক নীতিমালা ভঙ্গকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক একাগ্রতাকে অস্ত্র বানিয়ে ফেলেছে রাশিয়া।’ এ সময় তিনি প্রতিশ্রুতিশীল সব দেশকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ১১ দিনের সফরের শেষ দিনে আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। এ সময় তিনি সিওলের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যবৃদ্ধির আশ্বাস দেন।
চীনের ওপর নির্ভরশীলতা কমানো নিয়েও কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। তবে তিনি এ-ও বলেন, ‘বাণিজ্য ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীলতা কমানো মানে এই নয় যে, দেশটির সঙ্গে শত্রুতা বাড়ানো।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply