আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, রোববার সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানান তিনি।
গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন বলেন, বন্দুকধারী একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে। ২২ বছর বয়সী ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
ইন্ডিয়ানার সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেছেন, দেশে বন্দুক হামলার ঘটনায় আমরা অসুস্থ হয়ে পড়েছি।
এতিভি বাংলা / হৃদয়
Leave a Reply