পরান দেখে পরান জুড়ালো মিমের স্বামীর , জানালেন প্রতিক্রিয়া

বিনোদন ডেস্কঃ 
ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘পরান’। ছবিটিতে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা তো পাচ্ছেনই এবার পেলেন স্বামীর প্রশংসা। স্ত্রীর অভিনয়ের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছেন সনি পোদ্দার। মিমের অভিনয় দেখে স্বামী সনি ফেসবুকে লিখেছেন, ‘বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত। তবে বিয়ের আগে ‘পরান’ সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম! আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোনো মিল নেই!’

সনি আরও লিখেছেন, ‘আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমাহলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম ‘সাপলুডু’। বিয়ের আগে দুজনে একসাথে বসে মিমের কোনো সিনেমা দেখা হয়নি। বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‌‘পরান’। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! ‘পরান’ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময়ই পরানেই আছে!’

স্বামীর এ পোস্টের প্রতিক্রিয়ায় বিদ্যা সিনহা মিম ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ আমার পরান। তুমি আমাকে নিয়ে লিখেছ, আমি খুবই অবাক!’

এটিভি বাংলা/হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *