স্পোর্টস ডেস্ক :
দুই বছর পর ওয়ানডে একাদশে ফিরেই বল হাতে চমক দেখালেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের চমকের পাশাপাশি পুরো ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের রানের লাগাম ধরে রাখল বাংলাদেশ। তাতে বেশিদূর যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক নিকোলাস পুরানের একার লড়াইয়ে বাংলাদেশকে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর ওয়ানডে একাদশে ফেরা তাইজুল নিজের প্রথম দুই ওভারেই নাড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে।
ইনিংসের তৃতীয় ওভারে তাইজুলকে আক্রমণে আনেন তামিম। বল হাতে নিজের প্রথম ওভারে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দেন বাঁহাতি এই স্পিনার। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসা ব্র্যান্ডন কিংকে(৮) বোল্ড করে নিজের প্রথম শিকার তুলে নেন তিনি।
এক ওভার বাদে এসে তুলে নেন আরেকটি উইকেট। বিদায় করেন ক্যারিবীয়দের বড় ব্যাটার শাই হোপকে। তাইজুলের স্লোয়ার ডেলিভারি কাভারে খেলতে চেয়েছিলেন হোপ। কিন্তু টার্নের কাছে পরাস্ত হন। তাছাড়া হোপের পা দাগ থেকে বেরিয়ে যায়, ওই মুহূর্তে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার সোহান।
তাইজুলের জোড়া আঘাতের পর ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ধাক্কা দেন মুস্তাফিজ। শ্যামার ব্রুসকে বিদায় করেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের অফ-মিডল স্ট্যাম্পের মাঝে যাওয়া বল ব্রুকসের ব্যাট মিস করে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন ব্রুকস। কিন্তু তাতে লাভ হয়নি।
১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন কার্টি ও নিকোলাস পুরান। ২৭তম ওভারে জমে ওঠা এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনারের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন কার্টি। ৬৬ বলে ৩৩ রানে ভাঙে তাঁর প্রতিরোধ।
দ্রুত উইকেট হারানোর পাশাপাশি রানের গতিও কমে ওয়েস্ট ইন্ডিজের। মন্থর উইকেটে দলকে লম্বা সময় টানেন নিকোলাস পুরান। দলের বিপর্যয়ে হাল ধরে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। তাঁর ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৮৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ।
১০৯ বলে ৭৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক পুরান। তাঁর সঙ্গে ১৮ রান করেন রভম্যান পাওয়েল
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply