২০২০ সালে হওয়া দেশের সবচেয়ে বড় ফ্যাশন শো ‘ট্রেসমি ফ্যাশন উইক’ এ কাজ করেছেন তানজিল জনি। বিভিন্ন দেশের নামি মডেলদের কোরিওগ্রাফি করেছেন তিনি। এছাড়া বিভিন্ন ম্যাগাজিন, বিলবোর্ড এবং ট্রান্সজেন্ডারদের নিয়েও কাজ করেছেন এ কোরিওগ্রাফার। এছাড়া লাখনৌ ফ্যাশন উইকসহ বিভিন্ন আন্তর্জাতিক শোতে অংশ নিয়েছেন তানজিল জনি।
Leave a Reply