প্রথম বার যুক্তরাষ্ট্রের সিনেমা হলে শাকিব খান

বিনোদন ডেস্ক : 

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে উঠতে যাচ্ছে শাকিব খানের সিনেমা। আজ ১৫ জুলাই নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘গলুই’। যেখানে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী।

পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানায়, ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত রোজ চারটি করে মোট ২৮টি শো চলবে প্রথম ধাপে। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমাটি মুক্তি উপলক্ষে শাকিব খানের পাশাপাশি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন পরিচালক এস এ হক অলিক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাকিব খানও।

জানা গেছে, শুক্রবার (১৫ জুলাই) নিউ ইয়র্ক স্থানীয় সময় সন্ধ্যায় ‘গলুই’-এর প্রিমিয়ারে থাকবেন হাজির থাকবেন নির্মাতা ও নায়ক।

যুক্তরাষ্ট্রে প্রথমবার শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় শাকিব খানের এই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস। শাকিব খানের প্রথম ছবি হিসেবে এটি মুক্তি পাচ্ছে। ফলে ছবিটিকে ঘিরে দর্শকদের পক্ষ থেকে বাড়তি উন্মাদনা অনুভব করছি আমরা। এরমধ্যে ছবিটি মুক্তির আনুষ্ঠানিকতা ও জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানের সব প্রস্তুতি আমরা শেষ করেছি।’

গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

এটিভি বাংলা/হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *