ডেস্ক রিপোর্ট:
রাজধানীর রায়েরবাজার মিতালি রোডের একটি বাসা থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে, এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে, পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে, বলছেন তাঁরা।
আজ বুধবার সন্ধ্যায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান সোহানা পারভীনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার বিকেলের মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটতে পারে।’
সোহানার ভাই রুদ্র ও উপস্থিত স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার পর তাঁর মরদেহ সুরতহালের পর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
মোক্তারুজ্জামান বলেন, ‘হাজারীবাগ থানার পুলিশ ঘটনাস্থল রায়ের বাজারের শেরেবাংলা নগর রোডের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে সাংবাদিক সোহানার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।’
এমন ধারণার কারণ কী, জানতে চাইলে ওসি বলেন, ‘জানা গেছে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেছেন। তাঁর গলায় যেখানে দাগ থাকার কথা, আমরাও সেখানে দাগ পেয়েছি।’
ওসি আরও বলেন, ‘সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তাদেরও দাবি, এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। এর বাইরে কিছু ঘটে থাকলে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
সাংবাদিক সোহানা পারভীন তুলির গ্রামের বাড়ি যশোর সদরে।
এটিভি বাংলা/শাকিল
Leave a Reply