ডেস্ক রিপোর্ট:
ঈদুল আজহায় প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গতকাল শুক্রবার ৩৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ শনিবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।
চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মোস্তাফা জব্বার।
ফেসবুকে মন্ত্রী জানান, শুধু শুক্রবার ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন বলে জানিয়েছে। এ ছাড়া, ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না। সে হিসাবে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি।
শুক্রবারে রবির মোট নয় লাখ ৭৫ হাজার, গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার, বাংলালিংকের সাড়ে ৮ লাখ ও টেলিটকের এক লাখ ২২ হাজার সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply