ডেস্ক রিপোর্ট:
নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষজন। এর ফলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহনের সংখ্যাও বাড়ছে।
এতে ফিটনেসবিহীন গাড়ী মহাসড়কে বিকল হয়ে ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল।
দুপুরের পর থেকে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২১ কিলোমিটার মহাসড়কে যানজটের ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার ৪০৭ টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
বৃহস্পতিবার (০৭ জুলাই) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাড়ীর চাপ রয়েছে। মাঝে মধ্যে ধীরগতিতে চলছে। বেলা ১২ টার পর থেকে মহাসড়ক একেবারে স্বাভাবিক হয়। অনেকে পিক-আপ ভ্যান এবং ট্রাকের ছাদে করে রোদে পুড়ে বাড়ি ফিরছেন। এদিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাক ব্যতিত যাত্রীবাহী পরিবহনগুলো সেতু গোলচত্ত্বর হয়ে ভূঞাপুর-তারাকান্দি দিয়ে ঘুরে এলেঙ্গা মহাসড়কে প্রবেশ করছে। এতে ওই সড়কেও কিছু কিছু এলাকায় পরিবহনে ধীরগতি রয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ মহাসড়কের বিভিন্নস্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক একমুখী করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, রাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় হতে এলেঙ্গা পর্যন্ত তিনটি স্থানে গাড়ি বিকল হওয়ায় কারণে যানজটের সৃষ্টি হয়েছিল।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply