ডেস্ক রিপোর্ট:
গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়া বাড়ী এলাকায় ঝুটের গোডাউনসহ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের জয়দেবপুরের দুইটি ও কাশিমপুর ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের আরো কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আরও একটি গুদাম ঘরে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
এটিভি বাংলা/আমান
Leave a Reply