1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

পদ্মা সেতুতে নাশকতাচেষ্টার অভিযোগে আটক বায়েজিদ মৃধার বাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৩২ Time View

ডেস্ক রিপোর্ট:

পদ্মা সেতুতে নাশকতাচেষ্টার অভিযোগে আটক বায়েজিদ মৃধার পটুয়াখালীর গ্রামের বাড়িতে মোটরসাইকেল মহড়া নিয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে হামলা চালিয়ে ঘরবাড়ি কুপিয়ে এবং মোটরসাইকেল ভেঙে তছনছ করা হয়।

হামলার সময় ঘরে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বায়েজিদের ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা আক্তার জানান, আজ বিকেলে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে এসে আচমকা হামলা চালায় তাদের ঘরবাড়িতে। ঘরের চারপাশ কুপিয়ে তছনছ করে। তারা ঘরের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে চলে যায়। হামলার সময় একা ঘরে থাকায় তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

একই বাড়ির বাসিন্দা লাউকাঠী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার বলেন, বায়েজিদ অপরাধ করেছে তার বিচার হোক। তার পরিবারের সদস্যদের হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ জানিয়ে তিনি এ হামলার ঘটনার বিচার দাবি করেন।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হামলার কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি বাংলা/সামিউল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech