ডেস্ক রিপোর্ট:
পদ্মা সেতুতে প্রথম আট ঘণ্টায় টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা। নির্ধারিত সময় আজ রোববার ভোর ৬টার আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পদ্মা সেতু। এরপর থেকে চলতে শুরু করে যানবাহন। বেলা ২টা পর্যন্ত সেতু পার হয়েছে ১৫ হাজারের বেশি যানবাহন।সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার বেলা ২টা পর্যন্ত জাজিরা প্রান্তের টোল প্লাজায় আদায় হয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। আর মাওয়া প্রান্তের টোল প্লাজায় আদায় হয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা।
প্রথম দিনের শুরুর আট ঘণ্টায় দুই প্রান্ত দিয়ে পদ্মা সেতু হয়ে ১৫ হাজার ২০০টি গাড়ি পারাপার হয় বলে জানান মো. আবুল হোসেন।
Leave a Reply