বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চলের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। পাশাপাশি তাঁর এজেআই ও এবি গ্রুপের অফিস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠন করতে।
আজ এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়ে অনন্ত বলেন, ‘আমরা তো আগেই ১০ লাখ টাকার খাবারসহ নানা সহযোগিতা দিয়েছি। আরও ২০ লাখ টাকা বরাদ্দ করা হোক। পরে এটা আরও বাড়ানো হবে, যদি প্রয়োজন হয়।’
এর আগে ১৮ জুন অনন্ত জনিয়েছিলেন, ‘প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেব। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব।’
অনন্ত আরও বলেন, ‘শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন : দ্য ডে’, সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে… সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন… তাঁদের পাশে দাঁড়াব।’
এটিভি বাংলা/তুষার
Leave a Reply