ডেস্ক রিপোর্ট:
ময়মনসিংহে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইলে ফুটবল খেলতে গিয়ে তিন কিশোর মারা যায়। আর সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে মাছ ধরতে গিয়ে মারা যান আরও দুজন। নান্দাইলে মারা যায়—গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)।
মাছ ধরতে গিয়ে সদরে নিহতরা হলেন—বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
নান্দাইলের পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে গাংগাইল গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিন কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিন কিশোরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এটিভি বাংলা/সীমান্ত
Leave a Reply