পাকিস্তানি রুপীর বড়ধরনের দরপতন

ডেস্ক রিপোর্ট:

মার্কিন ডলারের বিপরীতে ক্রমাগতই কমছে পাকিস্তানি রুপির দাম। বুধবার ২০৬.৫০ রুপিতে ১ ডলার বিক্রি হলেও আজ বৃহস্পতিবার সেই হার আরও বেড়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের বাজারে এক ডলার বিক্রি হয়েছে ২০৭.৮৫ রুপিতে। মানে কালকের চেয়ে আজ ডলারের দাম বেড়েছে ১.৩৫ রুপি।

আর খোলা বাজারে সেই ডলার বিক্রি হয়েছে ২০৮.৫ রুপিতে।

পাকিস্তানি অর্থনীতিবিদদের দাবি, বিশ্ব বাজারেই ডলারের দাম তরতর করে বাড়ছে, তার প্রভাব পড়ছে পাকিস্তানের রুপির বাজারেও।

তবে তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন।

আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন।

সূত্র: ডন

এটিভি বাংলা/সামিয়া


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *