ডেস্ক রিপোর্ট:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুর ১টা ৫ মিনিটে তাকে কেবিনে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডামকে কিছুক্ষণ আগে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে আপাতত তার চিকিৎসার চলবে। ডাক্তাররা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন তারপর সিদ্ধান্ত নিবেন। গত শুক্রবার গভীর রাতে বুকের ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শনিবার দুপুরে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে এনজিওগ্রাম করে একটি ব্লক অপসারণ করে স্টেন্টিং করা হয়। বিএনপি চেয়ারপারসনের হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক রয়েছে। তবে সেখানে স্টেন্টিং করার মতো শারীরিক অবস্থা নেই।
এটিভি বাংলা/জামিউল
Leave a Reply