ডেস্ক রিপোর্ট:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১২ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে কোনো কারণ না ছাড়াই আটকে দেয় বলে অভিযোগ করেছেন আলাল নিজেই।
সংবাদমাধ্যমকে বিএনপি নেতা আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপসারণ শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন বলে জানান তিনি। বিএনপির এ নেতা বলেন, নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য আজ তার ভারতে যাওয়ার কথা ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে সোয়া দুই ঘণ্টা তাকে বসিয়ে রাখা হয়। এরপর কোনো কারণ না দেখিয়েই বিমানবন্দর থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এটিভি বাংলা/সুমাইয়া
Leave a Reply