জায়েদ খান ইস্যুতে মুখ খুললেন সানী-মৌসুমীর পূত্র ফারদিন

বিনোদন প্রতিবেদক:

গত দু’দিন ধরে বিনোদনপাড়ায় আলোচনা-সমালোচনার কেন্দ্রে মৌসুমী, ওমর সানী এবং জায়েদ খান। চলছে একে অপরের দোষারোপ। এবার মুখ খুলেছেন মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন।

ওমর সানীর অভিযোগ, জায়েদ খান তার সংসার ভাঙার চেষ্টা করছেন এবং নায়িকা মৌসুমীকে নানা মাধ্যমে বিরক্ত করছেন। তবে জায়েদ খানকে ভালো ছেলে হিসেবে দাবি করেছেন মৌসুমী।

কিন্তু আজ সোমবার এক অডিও বার্তায় মৌসুমী জানান, জায়েদ খান তাকে কখনো অসম্মান বা বিরক্ত করেনি। কিন্তু ছেলে ফারদিন জানালেন, জায়েদ খান বিরক্ত করেন।তিনি বলেন, ‘শুধু আমার আম্মা না, উনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো। ’

তিনি আরও জানান, জায়েদ খান বিরক্ত করে, সে প্রমাণ এখন সবার সামনে হাজির করতে চাইছেন না। জায়েদ তার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

কিন্তু মৌসুমী কেন জায়েদের পক্ষ কথা বলেছেন, এমন প্রশ্নে ফারদিন বলেন, ‘এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু হয়তো কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠাণ্ডা হয়। ’

বাবা-মার মধ্যে সম্পর্ক প্রসঙ্গে ফারদিন বলেন, সব ঠিক আছে। আমি তো আমার আব্বুকে পাচ্ছি, আম্মুকে পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়, এটা স্বাভাবিক। তবে আব্বু-আম্মু দু’জন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো তাদের দুজনকেই চাইবো। ‘

এটিভি বাংলা/রায়হান


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *