ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এই হামলায় মোট ২০ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে বলে গণসংহতির নেতারা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরিদর্শন শেষে বের হওয়ার সময় প্রধান ফটকে তার ওপর হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা মিছিল সহকারে এসে সেখানে জড়ো হয়েছিলেন। মারধরে কারণে জোনায়েদ সাকির নাক ফেটে যায়। তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। এর আগে বিকাল ৫টার দিকে পরিদর্শন শেষে হাসপাতালের অভ্যন্তরে ভিন্ন দুই স্থানে সংক্ষিপ্ত জনসমাগমে বক্তব্য দেন তিনি। এর মধ্যে জরুরি বিভাগের গেটে দাঁড়িয়ে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলে দাবি করেন সাকি।
এটিভি বাংলা/তুহিন
Leave a Reply