ডেস্ক রিপোর্ট:
এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের দল। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়া শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন রাজি রহিম। ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি মলায়েশিয়ার। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার রহিম রাজিই দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন।
সাত মিনিটের ব্যবধানে বাংলাদেশের পক্ষে একটি গোল করে ব্যবধান কিছুটা কমান ডিফেন্ডার আশরাফুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি। এরপর রহিম রাজি ও ফয়জাল সারি তিনটি করে গোল করে বাংলাদেশের সব আশা শেষ করে দেন। এই হারে আসরের সেমিতে উঠতে ব্যর্থ তারা। আসরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানকে ২-১ গোলে হারলেও তৃতীয় ম্যাচে বিধ্বস্ত হয় লাল-সবুজের দল।
২৮ মে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এই দলটির বিপক্ষে শেষ তিনটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ।
এটিভি বাংলা/সাইয়ান
Leave a Reply