বিনোদন প্রতিবেদন:
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলী। দিন কয়েক পরপরই শোনা যাচ্ছে তাঁর নতুন সিনেমার খবর। সবশেষ এই নায়িকা চুক্তিবদ্ধ হয়েছেন ‘প্রেম পুরাণ’ সিনেমায়। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় বুবলীর নায়ক দুজন; জিয়াউল রোশান ও নবাগত সাজ্জাদ। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন।
প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ২০ মে থেকে বরিশালের বরগুনায় সিনেমাটির শুট শুরু হয়েছে। চলবে ৩০ মে পর্যন্ত; এই ১০ দিন পুরো টিম সেখানে অবস্থান করবে। প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরবে টিম। দ্বিতীয় লটের শুটে যোগ দেবেন রোশান। শবনম বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে সম্প্রতি, যা দর্শকের প্রশংসা পাচ্ছে। সৈকত নাসির পরিচালিত এই ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে সিনেমা হলে। সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আজাদ আদর।
এটিভি বাংলা/আয়াত
Leave a Reply