1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

২২শে মে পর্যন্ত বাড়ল হজ নিবন্ধনের সময়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৫২ Time View

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরে যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময় ২২শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১৬ই মে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আজ বুধবারই শেষ হওয়ার কথা ছিল।আজ বুধবার বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি ব্যবস্থাপনায় গত ৩ দিনে ২ হাজার ৬০০ জন নিবন্ধন করতে পেরেছেন।

গ্রাম অঞ্চল থেকে পাসপোর্টসহ কিছু জটিলতার কারণে যোগ্য অনেকে নিবন্ধন করতে পারেননি। তাদের অনুরোধে ২২শে মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। সবাই হজে যাক, এটা মন্ত্রণালয়ও চায়। তাই তাদের অনুরোধ গুরুত্বের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ই জুলাই সৌদি আরবে হবে হজ। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। তাদের মধ্যে চার হাজার জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৫৮৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাবেন।

২০২০ সালে হজের জন্য টাকা জমা নিয়ে নিবন্ধনের কাজ সারা হলেও মহামারীর কারণে সে বছর এবং পরের বছর কারও হজে যাওয়ার সুযোগ হয়নি। এবার তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজযাত্রী এবং প্রাক-নিবন্ধনের ২৫ হাজার ৯২৪ ক্রমিক পর্যন্ত এ বছর হজের জন্য নিবন্ধনের সুযোগ পেতে পারেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের ক্ষেত্রে এবার নিবন্ধনের আওতায় আসছেন কেবল ২০২০ সালের নিবন্ধিতরা।

২০২০ সালের চেয়ে এবারের প্যাকেজে খরচ বেড়েছে। ফলে তখন যারা নিবন্ধন করেছেন, এবার তাদের বাড়তি টাকা সোনালী ব্যাংক জমা দিয়ে নিবন্ধন সারতে হবে।

যেমন ২০২০ সালে যারা সবচেয়ে বেশি খরচের প্যাকেজ ১ এর আওতায় ৪ লাখ ২৫ হাজার টাকা জমা দিয়েছিলেন, এবার তাদের সবচেয়ে কম খরচের প্যাকেজ ২ এ নিবন্ধন করতেও ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ হবে। অর্থাৎ তারা আর ৩৭ হাজার ১৫০ টাকা জমা দিয়ে এবার হজে যাওয়ার জন্য নিবন্ধিত হতে পারবেন।

নিবন্ধনের পর কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে শুধু বিমান ভাড়া এবং খাবার বাবদ নেওয়া টাকা ফেরত পাবেন। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।

সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে খরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা, আর দ্বিতীয় প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা ।

বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য ন্যূনতম খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। কোরবানির জন্য প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়ালের সম পরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

যারা যাবেন, তাদের দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ রাখার পাশপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তও জানিয়ে দিয়েছে সৌদি সরকার।

এটিভি বাংলা/সামিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech