বিনোদন প্রতিবেদক:
দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা জেমস প্রায় এক যুগ পর মৌলিক কোনো গান নিয়ে হাজির হলেন। এতে ভক্ত আর সঙ্গীত অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতে প্রকাশিত হলো জেমসের নতুন গান।
সোমবার (২ মে) ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামের নতুন এ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। সাড়ে মিনিটের গানটি প্রকাশের পর থেকেই জেমসের ভক্ত-শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত অনুরাগীরা হুমড়ি খেয়ে পড়েছেন। ৩ ঘণ্টায় গানটিতে ভিউ হয়েছে ৪৮ হাজার।
নতুন এই গানের ভিডিওচিত্রে জেমস নিজেও অংশ নিয়েছেন। ট্রেলারে গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে ‘গুরু’ খ্যাত উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পীকে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply