ডেস্ক রিপোর্ট:
ঈদের দিন রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে রাজধানী ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী ও গাবতলী এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমনটি হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস জানিয়েছে, ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহে বিঘ্ন হওয়ার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply