এবার বাংলায় তথ্যসেবা পাওয়া যাবে মসজিদে নববীতে

ডেস্ক রিপোর্ট:

মদিনার মসজিদে নববীতে বিদেশি দর্শনার্থীদের বিভিন্ন নির্দেশনা ও তাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য একটি পরিষেবা কার্যক্রম চালু করেছে সৌদি সরকার। ভাষা ও অনুবাদের সহায়তাকারী সংস্থা (অ্যাসিস্টিং এজেন্সি ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন) অনারব দর্শনার্থীদের এ পরিষেবা প্রদান করবে। খবর সৌদি গেজেটের।

এজেন্সিটি বলছে, আরবি ভাষা না জানা বিদেশি দর্শনার্থীদের জন্য এ অনুবাদ পরিষেবা দারুণ উপকারে আসবে। এ সেবার আওতায় মসজিদে নববীর বিভিন্ন স্থানে উপস্থিত দোভাষীদের মাধ্যমে তাদের দরকারি সব পরামর্শ দেওয়া হবে।

সংস্থাটি জানায়, দর্শনার্থীদের সঙ্গে মোট দশটি বিদেশি ভাষায় যোগাযোগ করবেন তারা। ভাষাগুলোর মধ্যে অন্যতম হলো— ইংরেজি, উর্দু, ফার্সি, চাইনিজ, বাংলা, রুশ এবং তুর্কি ইত্যাদি।

পবিত্র রমজান মাসজুড়ে এই যোগাযোগ পরিষেবা থেকে প্রতিদিন হাজারও মানুষ উপকৃত হচ্ছে।

এটিভি বাংলা/তুষার


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *