ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় আহত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন এর।
জানা গেছে, এদিন অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এক কিশোরীসহ চারজন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে, তারা সবাই মারা যায়। মার্কিন পুলিশ বলছে, ‘আমাদের ধারণা এ হামলায় সন্দেহভাজন ব্যক্তি যে অ্যাপার্টমেন্টে ছিলেন সেখানে পুলিশ সদস্যরা প্রবেশের সময় সে আত্মহত্যা করেছে।’
পুলিশের বরাত দিয়ে রয়টার্স ও দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে- সন্দেহভাজন ওই ব্যক্তির নাম র্যামন্ড স্পেনসার এবং তার বয়স ২৩। হামলাকারীর মোটিভ ছিল সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলার ঘটনা ঘটানো। তবে এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এটিভি বাংলা/আমান
Leave a Reply