ডেস্ক রিপোর্ট:
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেন সরদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার (২৩ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে, নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর মকবুল হোসেনকে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ এপ্রিল রাত পৌনে একটা থেকে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত অজ্ঞাতনামা ৬০০/৭০০ জন ঢাকা কলেজের ছাত্র এবং নিউমার্কেটের ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী নিউমার্কেট থানাধীন চন্দ্রিমা মার্কেটের সামনে পুলিশের সরকারি কাজে বাধা দেয়। পুলিশের ওপর আক্রমণ, ইট-পাটকেল নিক্ষেপ করে জখম, ভাঙচুর করার অপরাধ করেছে। মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ পূর্বক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্তকারী এই কর্মকর্তা।
এর আগে, শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মকবুল বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি। ধানমন্ডিতে অবস্থিত তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
গত সোমবার রাত ১২টার দিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পর দিন দিনভর সংঘর্ষ চলে ওই এলাকার ব্যবসায়ী, দোকান কর্মচারী এবং শিক্ষার্থীদের। এ ঘটনায় এখন পর্যন্ত নাহিদ হোসেন ও মোহাম্মদ মোরসালিন নামে দুই তরুণ নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৪০ জন।
এটিভি বাংলা/তুষার
Leave a Reply