ডেস্ক রিপোর্ট:
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে একটি বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার সকালে ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি মহাসড়কের ওপরে উলটে যায়। আর প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে আহত হন বাস ও প্রাইভেটকারে থাকা অর্ধশতাধিক যাত্রী।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত ছয় জনকে রাজধানীতে স্থানান্তর করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি। তিনি বলেন, ‘দুর্ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক।’
স্থানীয় অনেকের অভিযোগ, সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে জয়পুরা বাসস্ট্যান্ড সড়কের বেশ কিছু অংশ কেটে রাখা হয়েছে। ফলে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এটিভি বাংলা/জামান
Leave a Reply