নিউইয়র্ক: “চল যাই মূলধারায়” এ শ্লোগানে গঠিত নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান সোসাইটির ইফতার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউইয়র্কের জয়া পার্টি হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি স্পীকার এড্রিয়া এডামস।
সংগঠনের সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদী বাবু। বক্তব্য রাখেন নিউইয়র্কে প্রবীন মূলধারার বাংলাদেশী কমিউনিটির নেতা মোর্শেদ আলম, এন আর বি ব্যাংকের চেয়ারম্যান সাকিল চৌধুরী, এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মূলধারার নেতা জয় চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, মূলধারার নেত্রী মাজেদা উদ্দিন, ট্রান্সফটেক একাডেমির সিইও আইটি স্পেশালিষ্ট শেখ গালিব রহমান, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট মিলন মোল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলালসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
কমিউনিটির সিনিয়র ব্যক্তিদের নামাজের সামগ্রী বিতরন করেন সিটি স্পীকার এড্রিয়া এডামস।
কভিডকালীন থেকে এ পর্যন্ত নিউইয়র্কে কমিউনিটির সেবায় নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি।
সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী বলেন, মূলধারার সাথে বাংলাদেশি কমিউনিটিকে সংোগ স্থাপনের লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি।
Leave a Reply