নিজস্ব প্রতিবেদক:
তরুণ একজন ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে এসেই ভালো পারফর্ম করতে পারেন না। তার মানিয়ে নিতে সময় লাগে। কিন্তু এই সময়টাতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের শিকার হয়ে তার আর নিজেকে মেলে ধরা হয়ে উঠে না। মানসিকভাবে ভেঙে পড়েন তারা।
আইজিপি কাপ যুব কাবাডির ফাইনালে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তরুণ ক্রিকেটারদের ক্ষতির জন্য দায়ী করলেন মাশরাফি বিন মর্তুজা।
সাবেক সফল টাইগার অধিনায়ক বলেন, ‘যে পাঁচ জনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি যদি আমাদের আর্লি ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত আমরা এতদূর খেলতে পারতাম না। যখন একজন ইয়াং প্লেয়ার পারফর্ম করতে না পারে, তখন চারদিক থেকে অ্যাটাক করা হলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এখানে আমাদের সাপোর্টটা খুব প্রয়োজন।’
এটিভি বাংলা/আনন্দ ইসলাম
Leave a Reply