ডেস্ক রিপোর্ট:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে যেভাবে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে তাতে বেনাপোল বর্ডার বন্ধ করতে হয় কিনা তা নিয়ে ভাবছি। ওমিক্রন বাড়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সোমবার ( ৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।
ওমিক্রনের কারণে ভারতের সঙ্গে যোগাযোগ সীমিত করার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নেই নাই। বিভিন্ন তথ্য-উপাত্তে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বা বিস্তারে আমরা খুবই উদ্বিগ্ন।
আমরা আজকেও (সোমবার) আলাপ করছিলাম যে, আমাদের সভা করা দরকার। পশ্চিমবঙ্গে যেভাবে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে তাতে বেনাপোল বর্ডার বন্ধ করতে হয় কিনা তা নিয়ে ভাবছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এটিভি বাংলা/আনন্দ ইসলাম
Leave a Reply