দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে : নাহিদ

ডেস্ক রিপোর্ট :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়- এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু গত এক বছরে সেই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের কোনো পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজ দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি।

শনিবার (৫ জুলাই) বিকেলে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে  দেশ গড়ার লক্ষ্যে জেলা জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র উদ্যোগে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এ বছর শহীদ মিনারে ৩ আগস্ট একইভাবে বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনে নতুন ইশতেহার ঘোষণা করা হবে। সেখানে জয়পুরহাটের উন্নয়নের কথাও থাকবে।

জয়পুরহাট জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ ।

এর আগে শনিবার বিকেলে জেলা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের আমতলী এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে পৌঁছান।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *