গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত নিহত হয়েছেন ১৩৮ জন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৬২৫ জন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৭ হাজার ২৬৮-এ পৌঁছেছে। এছাড়া এই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অনেক হতাহত ধ্বংসস্তূপে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।”

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৬২ ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্যসহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭১৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন  চার হাজার ৮৩৭ জন।

ইসরায়েল সমর্থিত নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনি কর্মকর্তা ও আন্তর্জাতিক মহল একে “মৃত্যুকূপ” হিসেবে আখ্যায়িত করেছেন।

গত মার্চ ১৮ থেকে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। এরপর থেকে ৬ হাজার ৭১০ জন নিহত ও ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *