ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১২

ডেস্ক রিপোর্ট :
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার একটি রাসায়নিক কারখানার রিঅ্যাক্টর বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। পাশামাইলারাম শিল্প এলাকার কারখানাটিতে শ্রমিকরা কাজ করার সময় আজ সোমবার (৩০ জুন) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিগাচি কেমিক্যালস নামের ওই কারখানটিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে ৬১ জন কাজ করছিলেন। বিস্ফোরণের পর বেশ কয়েকজন এখনো ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা খুবই গুরুতর এবং ঠিক কতজন এখন ভবনের নিচে আটকা পড়েছেন তার সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।

সাঙ্গারেড্ডি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিনির্বাপন কর্মীরা এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মোট ১১টি দমকল ইউনিট সেখানে কাজ করছে এবং তারা ভবনের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, এই দুর্ঘটনার পর রাজ্যটিতে ক্ষমতাসীন কংগ্রেস সরকার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এছাড়া ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তেলেঙ্গানা রাজ্য ইউনিট ও রাজ্যটির বিরোধী দলের সদস্যরাও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *