ডেস্ক রিপোর্ট:
দেশে করোনা সংক্রমণ বাড়লেও শারীরিক উপস্থিতিতে ক্লাস বন্ধ করার মতো পরিস্থিত হয়নি। বললেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।সোমবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গেল বছরের মার্চে করোনা পরিস্থিতি খারাপ হয়। তাই এ বছরেও মার্চ পর্যন্ত পর্যবেক্ষণের পর, পুরোদমে শ্রেণিপাঠদান চালু হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে।
করোনা সংক্রমণ বাড়ছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, দুই বছরের ঘাটতি একশিক্ষা বর্ষেই পূরণ করা সম্ভব নয়। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। আমাদের দেশে এখনো আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে, সংক্রমণ বাড়তে থাকলে, ক্লাস কমানো বা বন্ধ করে দেয়া হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, এরই মধ্যে কয়েকজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এটিভি বাংলা/ আনন্দ ইসলাম
Leave a Reply