সাবেক এমপি মমতাজসহ তিনজনকে নতুন মামলায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার (৩০ জুন) রাজধানীর কোতয়ালী থানাধীন তাঁতীবাজার মোড়ে শাওন মুফতিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে, ধানমণ্ডি থানার কিশোর শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যাত্রাবাড়ী থানাধীন মাইনুদ্দিন হত্যা মামলায় নোয়াখালী কমান্ডেন্টের সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মমলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মমতাজ বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতয়ালি থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। এদিন রাত সাড়ে ১১টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।

এটিভি বাংলা/ হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *