ডেস্ক রিপোর্ট :
এসপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছে জেরুজালেম জেলা আদালত। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
নেতানিয়াহু যুক্তি দিয়েছেন, ‘কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে’ তার মনোযোগ দেওয়া দরকার।
এদিকে, রয়টার্স জানিয়েছে, আদালতের রায়ে বলা হয়েছে— ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ও সামরিক গোয়েন্দা প্রধান বলেছেন নেতানিয়াহুর দেওয়া নতুন কারণগুলো শুনে এই শুনানি বাতিল করার সিদ্ধান্ত সঠিক মনে হয়েছে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছেন।
ট্রাম্প একে ‘রাজনৈতিক চক্রান্ত’ আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এর প্রতি ‘সমর্থন করবে না’।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply