পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীর বিষয়টি বিবেচনাধীন

ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন)। প্রথম দিনে রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। কারণ, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে কেন্দ্রে পৌঁছাতে তার দেরি হয়েছিল। গণমাধ্যমে এই খবর প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। শুক্রবার (২৭ জুন) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে

ফেসবুক পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এই বিষয়ে বলেছেন—‘মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এই দুঃসময়ে আমরাও সমব্যথী। এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

কর্তৃপক্ষ আশা করছে, দ্রুতই এই সমস্যার একটি মানবিক সমাধান খুঁজে পাওয়া যাবে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *