আল নাসরের সঙ্গে চুক্তি করলো রোনালদো

ডেস্ক রিপোর্ট :
চলতি মাস পর্যন্তই আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় প্রশ্ন উঠছিল, তাহলে সিআরসেভেনের পরবর্তী গন্তব্য হচ্ছে কোথায়? আলোচনায়ও এসেছিল বেশকিছু ক্লাবের নাম। গতকাল বুধবার (২৫ জুন) সেই প্রশ্নের কিছুটা উত্তর দিয়েছিলেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আজ এলো আনুষ্ঠানিক উত্তর।

দলবদলের বাজারের বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গতকাল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, আল নাসরেই থাকছেন রোনালদো। নতুন করে চুক্তি হতে পারে আরো দুই বছরের জন্য। সেটাই আজ আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে আল নাসর।

সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

যদিও ২০২২ সালে আল নাসরে যোগ দিয়ে এখনও ইতিহাস লেকা হয়নি রোনালদোর। ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরই দুর্দান্ত করলেও দল হিসেবে আল নাসর এখনও বড় কোনো শিরোপা জিততে পারেনি।

মূলত ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল রোনালদোর নতুন গন্তব্য নিয়ে। গুঞ্জন ছিল আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বি আল হিলালে যাবেন রোনালদো। সেসময় শোনা গিয়েছিল, ব্রাজিল ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবের নামও। যারা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে সেসবের কিছুই হয়নি।

ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে গেলেও রোনালদোর চুক্তি নিয়ে কোনো খবরই সামনে আসেনি। সময় যত গড়াচ্ছিল সিআরসেভেন ভক্তদের দুশ্চিন্তা যেনো ততই বাড়ছিল। এবার সেটার সমাপ্ত হলো।

এর আগে ২০২২ সালে ইউরোপ ছেড়ে এশিয়ার ফুটবলে নাম লেখান রোনালদো। রেকর্ড পারিশ্রমিকে ম্যানচেষ্টার ইউনাইটেড থেকে যোগ দেন আল নাসরে। সেসময় আড়াই বছরের চুক্তি হয় দলটির সঙ্গে। যার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *