বঙ্গোপসাগরের ট্রলার ডুবি

ডেস্ক রিপোর্ট :
বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় এফবি মাওলা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটি বরগুনার পাথরঘাটার জসিম কোম্পানির মালিকানাধীন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করেন মালিকপক্ষের মাইনুদ্দিন। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিন নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় সাগর বেশ উত্তাল ছিল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফিরছিল। ফেরার পথে ছখিনার বড়াইয়ার চরের কাছে হঠাৎ চরে আটকে পড়ে এবং তাতে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৯ জেলেকে জীবিত অবস্থায় অপর একটি ট্রলার উদ্ধার করে।

ডুবে যাওয়া ট্রলার ও এর মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিকপক্ষ। সাগর শান্ত হলে ট্রলারটি টেনে তোলার পরিকল্পনা রয়েছে।

মালিকপক্ষ জানায়, ‘ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ে ট্রলারটি চরে উঠে যায় এবং তখনই ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছে।’

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, ট্রলারটিতে মোট ১৯ জেলে ছিলেন। সবাই উদ্ধার হয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারটিতে কয়েক লাখ টাকার মাছ ছিল। ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি।

এটিভি বাংলা/হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *