ইরানের পারমাণবিক স্থাপনা থেকে কিছুই সরানো হয়নি : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে ইউরেনিয়ামের কোনো মজুদ সরানো হয়নি বলে জোর দিয়ে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা এই বিষয়ে প্রশ্ন তোলার পরই তিনি এই মন্তব্য করলেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেন, ‘স্থাপনায় থাকা গাড়ি ও ছোট ট্রাকগুলো ছিল নির্মাণ শ্রমিকদের, যারা খাদের উপরের অংশ ঢেকে রাখার চেষ্টা করছিল। স্থাপনা থেকে কিছুই সরানো হয়নি। এতে অনেক সময় লাগত, খুব বিপজ্জনক হতো। এটি (পারমাণবিক সরঞ্জাম) খুব ভারি ও সরানো কঠিন।’

প্রেসিডেন্টের এই পোস্টটি পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের একটি সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আসে। হেগসেথকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এমন কোনো গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত নই, যাতে বলা হয়েছে জিনিসপত্রগুলো যেখানে থাকার কথা ছিল সেখানে ছিল না – সরানো হয়েছিল বা অন্য কোনোকিছু।’

এই মন্তব্যগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান বিতর্কে নতুনমাত্রা যোগ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইরান পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেও বলছে, তাদের প্রযুক্তি অক্ষত রয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *