পদ্মায় ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
ফরিদপুরের ধলারমোড়ে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) বিকেলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২০) ও রিজায়ে রাব্বি তামীম (২০)।

এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। বাবার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালী জেলার উত্তর শরীফপুর গ্রামে। বাবার নাম মোজাম্মেল হোসেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নেছার আলী জানান, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে তাঁরা পানিতে দুই শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হন। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ওরা ছয়-সাতজন বন্ধু মিলে দুপুরে গোসল করতে নেমেছিল। এ সময় মারুফ ও আরেকজন ভেসে যায়। তাদের বাঁচাতে তামীম এগিয়ে গেলে মারুফও স্রোতের তোড়ে ডুবে যান। তিনি জানান, তাঁদের শরীরে পানি জমে থাকায় দ্রুত পচন ধরার আশঙ্কা রয়েছে। এজন্য রাতে মৃতদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং কলেজের মাস্টার রোলের কর্মচারী দুলাল হোসেন বলেন, আজ তাদের পরীক্ষা ছিল। কিন্তু তারা জেদ করে যে পরীক্ষা দিবে না। পরে সবাই মিলে কলেজের মাঠে খেলাধুলা করে দুপুরে গোসল করতে যায় পদ্মা নদীতে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা আসার পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *