ইরাকের তিন সামরিক ঘাঁটিতে সিরিজ হামলা

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে এই হামলাগুলো চালানো হয়েছে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

আল সুমারিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

অন্যদিকে কুর্দিস্তান২৪ চ্যানেল জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইরানের তাসনিম বার্তাসংস্থা জানিয়েছে, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উল্লেখ্য, এই ঘাঁটিটি একসময় ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি ছিল।

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। যদিও এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।

এছাড়া ইরানের তাসনিম নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সেও ড্রোন হামলা হয়েছে। এই স্থাপনাটিতেও একসময় মার্কিন সেনারা অবস্থান করত।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *